চন্দনাইশ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে ৪ জন মেয়রসহ ৬০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন। গত ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা জোর প্রচারণা শুরু করেছেন।
গত শুক্রবার চন্দনাইশ সদরস্থ শাহ আমিন উল্লাহ (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র মো. মাহবুবুল আলম খোকা পৌরসভার ৩নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। প্রথমদিনের প্রচারণায় অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী। প্রচারণায় আরও অংশ নেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল আলম জাহাঙ্গীর, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর সমর্থনে এক বর্ধিত সভা বাদ জুমা অনুষ্ঠিত হয়। পরে চন্দনাইশ সদর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি নেতা সিআইপি লায়ন হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সরোয়ার হোসেন চৌধুরী, শাহাবুল্লাহ বাহার, মাহামুদুর রহমান মাহাদু, মোজাম্মেল হক, মো. ইব্রাহিম, সিরাজুল মোস্তফা, ইছহাক কোম্পানি, আজম খান, শহিদুল ইসলাম নিজাম, মো. আবুল কাশেম, মো. আলমগীর, কামাল উদ্দিন, আবদুল কুদ্দুস প্রমুখ।
অপরদিকে এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী এম. আইনুল কবির বাদ জুমা চন্দনাইশ সদরস্থ শাহ আমিন উল্লাহ (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণায় অংশ নেন সাবেক মেয়র আইয়ুব কুতুবী, উপজেলা এলডিপির সাধারণ আকতার আলম, এলডিপি নেতা গিয়াস উদ্দীন, জমির হোসেন, মহসিন চৌধুরী, শাহাদাত হোসেন মুন্না, মাসুদ পারভেজ প্রমুখ।
ইসলামি ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. ফারুক বাহাদুরও জোর প্রচারণা শুরু করেছেন। ৪ মেয়র প্রার্থীর পাশাপাশি জোর প্রচারণা চালাচ্ছেন ৪৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। ইতিমধ্যে প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। নির্বাচনী আমেজ শুরু হয়েছে পুরো পৌরসভা এলাকায়।











