প্রতীক নিয়ে প্রচারণায় নামার অপেক্ষা

গ্রাউন্ড ওয়ার্কে মনোযোগী প্রাথীরা চলছে কেন্দ্র কমিটি গঠন ও এলাকাভিত্তিক মতবিনিময়

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২১ জানুয়ারি। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণার সুযোগ নেই। প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুরু হবে প্রার্থীদের মাঠ পর্যায়ে ভোটযুদ্ধ। তাই বসে নেই প্রার্থীরা। বিশেষ করে দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই সময়ের মধ্যে সেরে নিচ্ছেন নির্বাচনী সকল ‘গ্রাউন্ড ওয়ার্ক’। প্রচারণার আগে এই কয়েকদিনের মধ্যে কেন্দ্র ভিত্তিক-‘ভোট কেন্দ্র পরিচালনা কমিটি’ গঠন প্রক্রিয়া সেরে নিচ্ছেন। একই সময়ে চলছে এলাকাভিত্তিক মতবিনিময় সভাও। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে এখন চট্টগ্রামের নির্বাচনী মাঠে বিভিন্ন দলের বৈধ প্রার্থীর সংখ্যা ১০১ জন। এই বৈধ প্রার্থীরা অপেক্ষা করছেন প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নামার জন্য। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার মাঝখানে আরো ১১দিন সময় আছে। এই সময়ের মাঝে প্রার্থীরা নানা নির্বাচনী কৌশলে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।

অবশ্য নির্বাচনী আচরণবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে লক্ষ্য রেখেই প্রাথমিক কার্যক্রমগুলো পরিচালনা করছেন প্রার্থীরা। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম১৪ চন্দনাইশ এবং চট্টগ্রাম৫ হাটহাজারী আসন ছাড়া বাকি ১৪ আসনে বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এই দুই আসনে (চট্টগ্রাম১৪ চন্দনাইশ ও চট্টগ্রাম৫ হাটহাজারী) জামায়াতে ইসলামী তাদের প্রার্থী দেয়নি।

গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের ১৪৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করেন চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র যাচাইবাছাইকালে বাতিল হওয়া ৪২ জন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক ও চট্টগ্রাম৫ হাটহাজারী আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানাসহ ১৪ জন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন শাখা) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত আপিল শুনানির সময়সূচির চিঠিতে জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে যারা নির্বাচন কমিশনে আপিল করেছেন তাদের আপিলের শুনানি শুরু হবে আজ ১০ জানুয়ারি থেকে। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০জন।

পূর্ববর্তী নিবন্ধ২৫ হাজার বই বিনিময়
পরবর্তী নিবন্ধতারেকের সঙ্গে দুই রাষ্ট্রদূত ও পাক হাই কমিশনারের সাক্ষাৎ