প্রতীক্ষায়

আশীষ সেন | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

এ কেমন প্রতীক্ষার জালে আবদ্ধ আমি,

আমার সমস্ত নিয়ম ভেঙ্গে দিয়ে

কী দোর্দণ্ড প্রতাপে আটকে রেখেছে।

না পারি বেরুতে দু’দন্ড

না পারছি বন্ধুদের জলযোগে মগ্ন হতে।

প্রতীক্ষাহীন পাখিদের মতো পারছি না

উড়ে যেতে কোথাও

যখন তখন।

সিগারেট পুড়ে যায়

জমে ওঠে ছাইদানি, তবু

স্বচ্ছ অ্যাকুরিয়ামের সীমিত জলে যেনো

খেলে যাচ্ছি রূপালী পাখনায় খেলা

একাকী।

পূর্ববর্তী নিবন্ধচলো বোধে শান দিই
পরবর্তী নিবন্ধপাতকীর কথা