প্রতীক্ষা

সুতপা চক্রবর্তী | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মনের সীমানায় কাঁটাতারের
ঘেরা দিয়েছি বুঝতে পেরেছো?
বন্দী করেছি তোমার উড়নচণ্ডী মনটা!
শৃঙ্খলিত তুমি আমাতে ۔۔۔
সমুদ্রের বালুকাবেলায় দাঁড়িয়ে,
যেমন অনুভব করি, সরে যাওয়া
স্রোতের প্রচণ্ড টান!
একই টানের অনুভবে হৃদয়
আজ আন্দোলিত-মন বেঁধেছি শুধু
ছুঁতে না পারার কষ্ট নিয়ে
ভালোবাসাগুলো মন খারাপের
দিন পার করছে,
দূর পাহাড়ে অস্তমিত সূর্যের
দিকে তাকিয়ে একলা নীরবে
কষ্ট পাচ্ছে,
অপেক্ষাতে অপেক্ষাতে অনুভূতিগুলো
ভাষা হারাচ্ছে
যদি জানতে চাও, নির্লিপ্ত কেন?
সেই উত্তর তো তোমাতেই প্রাণেশ্বর!
চাঁদের মতো উদিত হও
ভাসিয়ে দাও আমায়,
ভালোবাসার মিষ্টি জোছনায়!
ভাষা খুঁজে পাক অনুভূতিরা
সজীবতায় ভরে উঠুক মন
ভালোলাগায় পূর্ণতা পাক
ভালোবাসারা।

পূর্ববর্তী নিবন্ধপরিবর্তন হোক মনমানসিকতার ও চিন্তা-চেতনার
পরবর্তী নিবন্ধমঙ্গলে ত্রিমুখী মনুষ্য আক্রমণ