বাঁশখালীতে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে বিস্কুট ও ড্রিংকিং ওয়াটার সরবরাহ, ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়া এবং লাইসেন্সবিহীন স্বর্ণের দোকান পরিচালনা করায় ৬ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান, পরিদর্শক মো. মুকুল মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স আল মদিনা ফিলিং স্টেশনে অকটেনে প্রতি ৫ লিটারে ২৪০ মিলি ও ডিজেলে প্রতি ৫ লিটারে ৯০ মিলি পরিমাপে কম প্রদান করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বিএসটিআই অনুমোদন ব্যতিত বিস্কুট উৎপাদন করায় মেসার্স একতা বেকারিকে ২৫ হাজার টাকা, অনুমোদনহীন বোতলজাত পানি উৎপাদন করায় চেচুরিয়ার মেসার্স জান্নাত ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেসার্স স্বর্ণ মুকুট জুয়েলার্স, মেসার্স প্রিয়ন গোল্ড হাউস ও মেসার্স সুধির গিনি হাউসকে বিএসটিআই এর ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় প্রত্যেককে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মেসার্স আল মদিনা ফিলিং স্টেশনের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ অনেক দিনের। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে পরিচালনার জন্য সতর্ক করে জরিমানা করা হয়। ভবিষ্যতে একই কাজের পুনরাবৃত্তি করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।