‘প্রতি সপ্তাহে বাড়ি আসতেন, এবার এলেন লাশ হয়ে’

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় গাছ থেকে পড়ে রমিজ উদ্দিন (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রমিজ উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ঝারাবিন্যার এলাকার সৈয়দ আলমের পুত্র ও তিন সন্তানের জনক। জানা যায়, গত শনিবার সকাল ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় গাছের ডালাপালা কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী জায়তুন নুর জানান, তার স্বামী দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি বলেন, প্রতি সপ্তাহে তিনি বাড়ি আসতেন। তবে এবার এলেন লাশ হয়ে।

লোহাগাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে খাবার পানি সরবরাহ করবে সরকার, বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ
পরবর্তী নিবন্ধমহানগর উত্তর, দক্ষিণ ও চবিতে শিবিরের নতুন কমিটি