জমিয়তুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর সমন্বয় সভায় বক্তারা বলেছেন, মাদরাসা শিক্ষার ভূমিকা সাধারণ শিক্ষা ব্যবস্থার চেয়ে মোটেও পিছিয়ে নেই। মাদরাসা শিক্ষার ক্ষেত্রে কোনরূপ বৈষম্য কাম্য নয়। নৈতিকতাসমৃদ্ধ একটি আদর্শিক জাতি গঠনে মাদরাসা শিক্ষা নিরবচ্ছিন্ন কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছে। তাই মাদরাসা শিক্ষার আধুনিকায়ন এবং অধিকতর যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রতি বিভাগে ন্যূনতম ১টি মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। গত ৮ অক্টোবর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে সংগঠনের উত্তর দক্ষিণ মহানগর শাখার সমন্বয়সভা মহানগর সভাপতি অধ্যক্ষ আল্লামা আবদুল আলীম রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, আবদুল খালেক শওকী, আল্লামা একরামুল হক, আমির আহমদ আনোয়ারী, ছালেহ আহমদ আনছারী, ছৈয়দ মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, ড. হাফেজ মহিউল হক, হাফেজ আহমদ, জানে আলম নিজামী। সভায় আগামী ২৬ অক্টোবর দুপুর ২ টা থেকে বহদ্দারহাট আরবি কনভেনশন হলে সংগঠনের উত্তর দক্ষিণ মহানগর শাখার অভিষেক সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে আল্লামা আবদুল খালেক শওকীকে আহবায়ক, আল্লামা ছালেহ আহমদ আনছারীকে সচিব করে ৯ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।