প্রতি ছক্কা এবং উইকেটে ফিলিস্তিনে অর্থ সহায়তা দেবে মুলতান সুলতানস

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

ইসরায়েলের নারকীয় গণহত্যায় ফিলিস্তিনের গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। চলমান পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য এক লাখ পাকিস্তানি রুপি দেবে ফ্র্যাঞ্চাইজি। এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন মুলতান দলের মালিক আলী খান তারিন। তিনি বলেন এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। এ উদ্যোগে পাশে থাকতে চেয়েছে বোলাররাও। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। বিশেষভাবে শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। গতরাত মাঠে নামে মুলতান। করাচি কিংসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। তাদের ইনিংসে ৯টি ছক্কা ছিল। জবাবে জেমস ভিন্সের শতকে ১৯.২ ওভারে ৬ উইকেটে ২৩৬ রান তুলে ম্যাচে জয়ী হয় করাচি। এই ইনিংসে বল হাতে ৬ উইকেট শিকার করে মুলতানের বোলাররা। তাই ৯টি ছক্কা ও ৬ উইকেটের জন্য প্রতি লাখে মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে জমা পড়েছে ১৫ লাখ রুপি। টুর্নামেন্টের মুলতানের প্রথম ম্যাচের পর দলের পক্ষ থেকে এঙ পেজে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য প্রথম ম্যাচ থেকেই ১৫ লাখ পাকিস্তানি রুপি সংগৃহীত হয়েছে। এবারের পিএসএলে লিগ পর্বে আরও ৯টি ম্যাচ খেলবে মুলতান। প্লেঅফে উঠলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর
পরবর্তী নিবন্ধইতিহাসে সর্বোচ্চ পদক দিতে যাচ্ছে লস এ্যাঞ্জেলস অলিম্পিক এলএ২৮