চট্টগ্রাম কাস্টমসে ৮৪ লাখ ৫৬ হাজার ৭৩৬ টাকার ১৪৪ টন পেঁয়াজ প্রকাশ্য নিলামে বিক্রি হয়েছে ২৫ লাখ ৫ হাজার টাকায়। কেজি হিসেবে দাম পড়েছে প্রায় ১৮ টাকা। গতকাল দুপুরে অনুষ্ঠিত নিলামে নগরীর দেওয়ান হাটের ফারজানা ট্রেডিং ৮৭ টন পেঁয়াজ কিনেছেন ১৫ লাখ টাকায় এবং নগরীর পতেঙ্গা এলাকার আসিফ নামের এক ব্যক্তি ৫৭ টন পেঁয়াজ কিনেছেন ১০ লাখ ৫ হাজার টাকায়। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, আমরা পচনশীল পণ্য দ্রুত নিলামের মাধ্যমে বিক্রি করছি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ (গতকাল) ১৪৪ টন পেঁয়াজের নিলাম করেছি। সর্বোচ্চ দুই দরদাতার অনূকুলে বিক্রয় অনুমোদন দেয়া হচ্ছে।
উল্লেখ্য, আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া মিথ্যা ঘোষণায় জব্দ পণ্যও নিলামে তোলা যায়। সর্বমোট ৪৫দিনের মধ্যে নিলামে তোলার এই নিয়ম দীর্ঘদিন ধরে কার্যকর করতে পারেনি বন্দর ও কাস্টমস। এতে করে বন্দরের ইয়ার্ডে এসব কন্টেনার পড়ে থাকে। আমদানি পণ্য যথাসময়ে খালাস না নেয়ায় বন্দরগুলোতে প্রায়ই কন্টেনার জট লাগে। দিনের পর দিন কন্টেনার পড়ে থাকলেও বন্দর কর্তৃপক্ষও চার্জ পায় না।