চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক-সম্মান শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া গত শুক্রবার শেষ হয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছে এক লাখ ৯৫ হাজার ৭৯২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সব মিলিয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৪০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। তবে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানা যাবে আগামী মঙ্গলবার। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১২ এপ্রিল থেকে আমাদের আবেদন শুরু হয়। শুক্রবার আবেদনের সময় শেষ হয়েছে। তবে টাকা জমা দিতে পারবে আগামী মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানান তিনি।
জানা গেছে, এ ইউনিটে ৭০ হাজার ২০৭টি, বি ইউনিটে ৪৫ হাজার ৭৯২টি, সি ইউনিটে ১৪ হাজার ২৭১টি এবং ডি ইউনিটের আবেদন পড়েছে ৫৭ হাজার ৮৯টি। এছাড়া বি১ উপ-ইউনিটে ৩ হাজার ৪১৫টি ও ডি১ উপ-ইউনিটে ৫ হাজার ১৮টি আবেদন জমা পড়েছে। আগের মতই ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে চার হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪১টি ও ডি ইউনিটে ১ হাজার ১৫৭টি। উপ ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ২২ ও ২৩ জুন বি ইউনিট, ২৪ ও ২৫ জুন ডি ইউনিট, ২৮ ও ২৯ জুন এ ইউনিট ও ৩০ জুন সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট বি-১ ও ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।