প্রতিহিংসা ভালো নয়

মোঃ আসিফ ইকবাল | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় বিভেদ হয়,

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় মন্দের চাষ হয়।

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় ঝগড়া হয়,

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় নিজের ক্ষতি হয়।

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় সময় নষ্ট হয়,

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় মনে আঘাত রয়।

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় শত্রু সৃষ্টি হয়,

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় জীবনের হয় ক্ষয়।

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় সাফল্য নষ্ট হয়,

প্রতিহিংসা ভালো নয়

প্রতিহিংসায় বিবেক পথভ্রষ্ট হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলার কাঞ্চনায় একটি কলেজ স্থাপন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধমায়ার শৈশব