প্রতিহিংসা নয়, উন্নয়নের রাজনীতি চাই

কর্ণফুলী ও আনোয়ারায় গণসংবর্ধনায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

পটিয়া ও আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপিকে নাগরিক গণসংবর্ধনা দিয়েছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নাগরিক কমিটি। গতকাল শনিবার দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ও বিকেল ৪টায় আনোয়ারা সরকারি কলেজ মাঠে এ গণসংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সেবা করতে এসেছি, আপনারা ভালোবাসা দেবেন, প্রাণ উজাড় করে সেবা দিয়ে যাব। আমার প্রয়াত বাবা আতাউর রহমান খান কায়সার যেভাবে আপনাদের পাশে ছিলেন, আমিও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই। মনে কষ্ট থাকতে পারে, কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমাদের সবাইকে কাজ করতে হবে। আমার পিতা কখনো আনোয়ারাকর্ণফুলীকে আলাদাভাবে দেখেননি। আমিও আপনাদের আলাদাভাবে দেখব না। কোনোরকম প্রতিহিংসা নয়, উন্নয়নের রাজনীতিই আমার কাম্য।

তিনি বলেন, জনপ্রতিনিধিদের জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে হয়। জনগণ থেকে দূরে গেলে কেউ কারো জন্য উন্নয়ন করতে পারে না। আমি আপনাদের মানুষ। আমিও সেবক, যত সুযোগ দিবেন ততই সেবা করব আপনাদের।

ওয়াসিকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি দিনরাত দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এই চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। ঢাকার সঙ্গে তাল মিলিয়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে চট্টগ্রামে। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদের সভাপতিত্বে ও শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম১২ আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, সদস্য সালাউদ্দিন সাকিব, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন ইমরান, পটিয়ার মেয়র আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।

অন্যদিকে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর ও আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন সুজনের সঞ্চালনায় আনোয়ারা কলেজ মাঠের সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ডা. নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, এইচ এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রীস, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, এডভোকেট চন্দন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা স্বপন ধর, এডভোকেট শামসুল আলম, দিদারুল আলম দিদার, অহিদুল আলম, আহকাম ইবনে জামিল মিশন, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ২০ জনের নামে মামলা, কাজলসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে
পরবর্তী নিবন্ধসড়ক সংস্কারের লোহার রড গলায় ঢুকে বাইক আরোহীর মৃত্যু