বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনে অর্জিত বিজয়কে ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সংখ্যালঘুসহ সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় সবসময় তাদের পাশে থাকতে হবে। তিনি বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো উপর হামলা করা যাবে না। আমাদের এই বিজয়কে কোনো শক্তি যাতে নস্যাৎ করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। সকলকে সতর্ক করে বলেন, কোনো অবস্থায় প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করা যাবে না।
গতকাল বুধবার তিনি রাউজানের পশ্চিম গহিরা, গহিরা চৌমুহনী, বেরুলিয়া, মুন্সীরঘাটা, জলিলনগর বাস স্ট্যান্ড, কদলপুর, পাহাড়তলী চৌমুহনী, নোয়াপাড়া পথেরহাটে আয়োজিত ৮টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি এই আহ্বান জানান। বিজয়ী পথসভায় তার সাথে ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, জেলা বিএনপির সদস্য জসীম উদ্দিন সিকদার, রাউজান বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, শফিউল আলম চৌধুরী, মুরাদুল আলম, হাবিবুল্লাহ মাস্টার, এইচ এম নুরুল হুদা, শাহাজাহান শাহিল, শামসুল হক বাবু, আইয়ুব খান জনি, আবু তাহের, জানে আলম, মোহাম্মদ জিয়াউদ্দিন, আব্দুল হক, জি এম মোরশেদ, হাসান মোরশেদ, সালাউদ্দিন মেম্বার, দিদারুল আলম, অ্যাডভোকেট ফরিদা আক্তার, একরামুল হক, রায়হান উদ্দিন ইরফান, সাফায়ত হোসেন রাকিব, হাজী আবদুল মান্নান প্রমুখ।