প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে

মোহরায় ছাত্রদলের অনুষ্ঠানে আবু সুফিয়ান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়েছি শুধুমাত্র জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সন্ত্রাস ও দুর্নীতমুক্ত একটি শান্তির বাংলাদেশ গড়ার জন্য। বিএনপির আন্দোলনসংগ্রাম ও নেতাকর্মীদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিলজনগণের ক্ষমতায়ন। তিনি গতকাল শনিবার বিকেলে মোহরা ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী তরুণ সমাজ কমন রাজনীতি চায় ভাবনা শীর্ষক রাজনৈতিক কর্মশালা এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন বাকলিয়া শহীদ এন এম এম জে কলেজের উপাধ্যক্ষ নুরুল আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন আহমেদ, মোহরা ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম শাহজাহান সাজু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা মানিক চৌধুরী, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন, মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক ও মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটন। কুয়াইশ বুড়িশ্চর কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ রিয়াজের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা সায়মন রেজা ও রনি হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. শহীদুজ্জামান, আকতার হোসেন, জাহাঙ্গীর আলম বাবলু, জয়নাল আবেদীন, আনিসুর রহমান ইমন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের দলে অন্তর্ভূক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধপ্রশাসনের ৮ পদে একই কাজ, ভিন্ন নাম দিয়ে বৈষম্য সৃষ্টি করা হয়েছে