প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ১:২৫ পূর্বাহ্ণ

গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক জাফর হাসান রানার নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে আরো নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের (সাবেক) সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সায়েল, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ শাহাদাত খান রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ-সভাপতি সুমন, চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাফায়ত হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইমন, মোহাম্মদ তাহসিন, মোহাম্মদ জয়, তানবির, মোস্তফা দিনার, মোহাম্মদ সাজ্জাদ হোসেন (সাদি), ডবলমুরিং থানা ছাত্রদল নেতা আরমান, উজ্জল, সাইফুল, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা ওয়ালিদ, আইয়ুব, রাতুল, মোহরা ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ শামীম, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ খালেক, মোহাম্মদ সোহান, মোহাম্মদ বেলাল সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

মিছিল শেষে শাহাদাত খান রাসেলের সভাপতিত্বে আগ্রাবাদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাফর হাসান রানা চব্বিশ এর ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল বাধাবিপত্তিতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বলেন।

সাইফুল ইসলাম সায়েল ছাত্রদল নেতা কর্মীদের দলের প্রতি আস্থা রেখে এবং শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ কর ছাত্রদলকে কাজ করে যেতে অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধপড়ালেখার জন্য ছেলেকে বকা, অভিমানে ছেলের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা