আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৫ জুন অনুষ্ঠিত হয়। শুরুতে আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা পৃথক মিছিল সহকারে ইছাখালী মুক্তমঞ্চে এসে জমায়েত হন।
সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। র্যালিটি উপজেলা কমপ্লেক্স ঘুরে কাপ্তাই সড়কের ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট প্রদক্ষিণ শেষে থানা সদরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি, সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি প্রমুখ।
এরআগে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।












