প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের মিছিল, পুলিশের তাড়া

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এ বছরও নগরীর দু’একটি স্থানে মিছিল মিটিং করার চেষ্টা করেছে। এর মধ্যে চট্টগ্রাম নগর দক্ষিণ শাখা বন্দর এলাকায় দশ থেকে পনের মিনিট রাস্তায় অবস্থান করলেও চান্দগাঁও থানা এলাকায় সে সুযোগও পায়নি। প্রতিবছরই দেখা যায়, ছাত্র শিবির প্রতিষ্ঠাবার্ষিকীর নামে নগরীর কিছু স্থানে মিছিল করে শোডাউন দেওয়ার চেষ্টা করে। এ জন্য তারা বেছে নেয় ভোরের সময়। ওই সময় পুলিশ প্রশাসন, সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মী, জনসাধারণের কোনো অবস্থান সড়কে থাকে না। শুধুমাত্র ফটোসেশন করে নিজেদের অস্তিত্ব জানান দিতেই এই ঝটিকা মিছিলের আয়োজন করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তারা। তারই ধারাবাহিকতায় ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকাল ৭টা ২০ মিনিটে নগরীর বন্দর থানার তালতলা সিরাজুল হক এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে থেকে চট্টগ্রাম নগর দক্ষিণ শাখা মিছিল বের করে। বন্দর পূর্ব আবাসিক এলাকা জামে মসজিদের সামনে সড়ক প্রদক্ষিণ করে একই ফিলিং স্টেশনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজন করে সমাবেশও। সর্বসাকুল্যে তাদের অবস্থান ছিল মাত্র পনের মিনিটের। এদিকে নগর শিবির উত্তর শাখা তাও করতে পারেনি পুলিশের তাড়া খেয়ে। সকাল সাড়ে সাতটার দিকে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকায় শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল আয়োজন পন্ড হয়ে যায়। সাদা পোশাকের পুলিশ দেখে ব্যানার ফেলেই পালিয়ে যায় শিবির কর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ‘টাউন হল মিটিং ২০২২’ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধতূর্ণা-নিশীথায় কাটা পড়ে যুবকের মৃত্যু