প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় এলডিপির গণমিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় গণমিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে গণমিছিলটি কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা এবং উপজেলা ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ইছাখালি এলাকায় গিয়ে শেষ হয়। গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন এলডিপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম। ইছাখালি সদরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে যে দল বিএনপি, সেই দল এবং জোটের সঙ্গেই আমরা আছি। ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে আমি অংশ নিয়েছিলাম। আগামীর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করি। সেই নির্বাচনে রাঙ্গুনিয়াবাসীর স্পষ্ট রায়ে নুরুল আলমের নামও সম্পৃক্ত থাকবেএটাই আমার কামনা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা এলডিপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলার আহ্বায়ক ফজলুল কাদের তালুকদার, সদস্য সচিব আহমদ কবির, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও জোনাইদুল আলম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি
পরবর্তী নিবন্ধএসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর