বৃন্ত ললিতকলা একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের খুদে সংগীত শিল্পীদের পারফরমেন্স হল ভর্তি অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে। একাডেমির অধ্যক্ষ লিটন সেনের সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় সংগীত আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শুকলাল দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন উচ্চাঙ্গ সংগীত শিল্পী মো. মাসুদ হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের শিশু–কিশোরদের সৃজনশীল আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সংস্কৃতি মানুষের মনোজগতকে আলোকিত করে বিকশিত করে। বৃন্ত ললিতকলা একাডেমি দীর্ঘ দিন ধরে চট্টগ্রামে শুদ্ধ সংগীত চর্চার বিকাশে ভূমিকা রেখে আসছে। বক্তারা খুদে শিল্পীদের সংগীতের মাধ্যমে মানবিক ও সৃজনশীল আলোকিত সমাজ গড়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












