প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ছয় দিনের কর্মসূচি

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের প্রতিষ্ঠার ৪৭ বছর উদযাপনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই কর্মসূচির মধ্যে ৩১ আগস্টে দুপুর বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খবর বিডিনিউজের।

১ সেপ্টেম্বর ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা। এছাড়া সারাদেশে সকল মহানগর ও জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন রাখা হয়েছে ওইদিনে। নয়া পল্টনে কার্যালয়ের সামনে থেকে ২ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। ৩ সেপ্টেম্বর দেশের উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রা হবে। দেশের প্রতিটি মহানগর, জেলাউপজেলায় বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান হবে ৪ সেপ্টেম্বর। আর ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোল টেবিল আলোচনা হবে, যার ভেন্যু ও সময় পরে জানানো হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করার কথাও জানিয়েছে নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনের আগে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির বৈঠেকে কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সংবাদ সম্মেলন তা ঘোষণা করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলবিএনপি প্রতিষ্ঠা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলাম নেতৃবৃন্দের সাক্ষাত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেল স্টেশনে এখনো চালু হয়নি লাগেজ স্ক্যানিং মেশিন