প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেয়ারের মতবিনিময়

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

ফাউন্ডেশন ফর অটিজম রির্সাচ এন্ড এডুকেশনের (ফেয়ার) ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা ফাউন্ডেশন ডে উপলক্ষে এক আলোচনা সভা ফেয়ারের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহবুবল হক খানের সভাপতিত্বে স্পেকট্রা স্কুল অডিটোরিয়ামে ১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি যুগ্মসচিব চট্টগ্রাম বন্দরের মেম্বার (প্রশাসন ও পরিকল্পনা) এবং ভাইস প্রেসিডেন্ট মো. জাফর আলম। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী। প্রধান অতিথি স্পেকট্রা স্কুল ও ফেয়ারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। ডা. ফাহমিদা ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠার ইতিবৃত্ত তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন খুরশিদা জাফর, চৌধুরী নাঈম রহমান, এলতাজ, রেজওয়ানা দারাইন, নুরজাহান বেগম, মুক্তি দে, রুবী আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে চালু হলো র‌্যাংকস এফসির পার্ক লাউঞ্জ
পরবর্তী নিবন্ধইকুইটি অন্তরা প্রকল্প গ্রাহকদের হস্তান্তর