প্রতিষ্ঠাবার্ষিকীতে চবি ছাত্রদলের শোভাযাত্রা

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গত সোমবার সকাল ১১টায় ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে আনন্দ শোভাযাত্রা করে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্র সমাবেশ করেন তারা।

শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নকিব হোসাইন চৌধুরী, মুহাম্মদ হিসাম উদ্দিন, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, মুহাম্মদ মিছবাহ উদ্দিন নাছিম, সাইফুল ইসলাম সায়েম, সৈয়দ আল হাসান, ওহিদুর রহমান, মো. সালামত উল্লাহ সালাম, আবু শাহাদাত মো. আদিল, মো. জহির উদ্দীন, জয়নাল আবেদীন ছোটন, মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান, মেহেদী হাসান, মোহাম্মদ তানভীরুল ইসলাম, মুহাম্মদ হারুন অর রশিদ, আজহারুল ইসলামসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।

এসময় ছাত্র সমাবেশে মামুন উর রশিদ মামুন বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে। ভবিষ্যতেও ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় দুর্যোগসহ সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার নিয়ে রাজপথে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১৪টি অস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ জব্দ
পরবর্তী নিবন্ধইপিজেডে মোবাইলের দোকানে চুরি