প্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়িতে মহিলা দলের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের কলাবাগান বৈঠক সম্মেলনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

বক্তারা বলেন, বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের তৃণমূল নেত্রীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করবে। সভায় জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের আইসিটি কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজনগণের সহযোগিতা পেলে উন্নয়নে নিজেকে উৎসর্গ করব