ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ ও র্যালি গতকাল বাদ জুমা টাইগারপাস চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তানজুন মোল্লার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুহাম্মাদ জিল্লুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি জান্নাতুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
র্যালি পূর্ব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোল বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজীজী। এতে আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মুহাম্মাদ শরিফ চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন থানা, ওয়ার্ড ও প্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শেষে র্যালিটি টাইগারপাস চত্বর থেকে দেওয়ানহাট মোড়ে গিয়ে সমাপ্ত হয়।












