প্রতিষ্ঠাবার্ষিকীতে আনোয়ারায় ইসলামী ছাত্র আন্দোলনের র‌্যালি ও সমাবেশ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:২৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ শাখার উদ্যোগে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে ছাত্র সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলা শাখার সভাপতি এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আল্লামা শোয়াইব রশীদ মক্কী, প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ শাখার সেক্রেটারি এইচ এম রুহুল্লাহ তালুকদার, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মুহাম্মাদ সায়মুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাশেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, প্রকাশনা ও দফতর সম্পাদক এইচ এম এরশাদ উল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ সাদেকী, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ ফয়সাল, কওমী মাদরাসা সম্পাদক আবরারুল হক জাবের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইসমাঈল উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধগুম বিরোধী আন্তর্জাতিক দিবসে অধিকারের মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন বিএনপির স্মরণসভা