প্রতিষ্ঠাবার্ষিকীতেও বিভক্ত নগর ছাত্রদল

র‌্যালিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠাবার্ষিকীতেও বিভক্ত ছিল নগর ছাত্রদল। গতকাল পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গ সংগঠনটির নেতাকর্মীরা। এর মধ্য নবগঠিত ছাত্রদলের সাংগঠনিক কমিটির নেতারা নগরের একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে। এছাড়া গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এদিকে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরাও নগরে আনন্দ র‌্যালি ও মিছিল করে। মিছিল থেকে নগর ছাত্রদল নেতৃবৃন্দকে প্রত্যাখ্যান করে স্লোগান দেয়া হয়। জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার হয়ে কাজির দেউরীতে র‌্যালিটি শেষ হয়। মাঝখানে ওয়াসা মোড়ে পুলিশ মিছিলে বাধা দেয় বলে দাবি করেছেন মিছিলে নেতৃত্ব দেয়া নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিফাত হোসেন শাকিল। তিনি দৈনিক আজাদীকে বলেন, ওয়াসা মোড়ে পুলিশ বাধা দিয়েছে। পুলিশ অতর্কিত লাঠিচার্জ করলে রাসেল, হৃদয়, পারভেজ, ইমন, তারেকসহ আমাদের ১০ জন কর্মী আহত হয়েছে। আনন্দ র‌্যালির শুরুতে আমরা কেক কেটেছি। এদিকে মিছিল শেষে রিফাত হোসেন শাকিলের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন বাবলুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফজলুল কাদের রাজু, রাজিব মিয়া, রাজু মিয়া, রানা মির্জা, সাদ উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন, এম এ করিম, আরিফ হোসেন, আবু রায়হান চৌধুরী, জিয়াউল হকসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
এদিকে নগর ছাত্রদলের নবগঠিত কমিটির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহম্মেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মাহামুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মো. আনাছ, মো. জসি, নূর নবী মহরুম, নূর জাফর রাহুল, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, মো. কাউসার, শাহারিয়া, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন, তারেক আজিজ, মো. রাজু, মো. এনামুল হক, আবু হাসনাত জুয়েল, মো. আব্বাস, রকি হোসেন।
নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন দৈনিক আজাদীকে বলেন, মামলাজনিত কারণে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন কেন্দ্রীয় নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন। সেটা আমরা প্রজেক্টেরের সাহায্যে পার্টি অফিসে দেখিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে যুবলীগের সংবর্ধনা সভায় সংঘর্ষ, আহত ৬
পরবর্তী নিবন্ধবছরের প্রথম দিনে পারকি ফিরে পেল পুরনো রূপ