বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ফলক বাংলা ভাষায় লেখার আহ্বান জানিয়ে প্রচারাভিযান চালিয়েছে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম। গত বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বাংলা ভাষা প্রচলন উদ্যোগের কার্যক্রম কাজীর দেউরী থেকে স্টেডিয়াম পাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ফলক বাংলা ভাষায় লেখার আহ্বান জানিয়ে প্রচারাভিযান চালানো হয় ও বিভিন্ন মোড়ে পথসভা সভা অনুষ্ঠিত হয়। প্রচারাভিযান ও পথসভাসমূহে অংশ নেন গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, সুশময় চৌধুরী, মশিউর রহমান খান, আবদুল মাবুদ, শাহেদ শিশু, সায়েম উদ্দিন,ইঞ্জিনিয়ার ইনতেখাব সুমন, সোলায়মান খান, মহিন উদ্দিন আহমদ, হাসান মারুফ রুমি, সিঞ্চন ভৌমিক, কাজী রাজেশ ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।