আগামী ৭ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মন জয়ের চেষ্টায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণসংযোগে ততই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া প্রতীক) : কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর পক্ষে তার সহধর্মিনী শাহানাজ আকতার প্রতিদিনের মতো গতকালও দুপুরের পর থেকে নেতাকর্মীদের নিয়ে মিষ্টি কুমড়া প্রতীকের পক্ষে এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর নবী, শহীদুল হক মিন্টু, মো. হাসান, বিপ্লব দে, আজম খান, মিজানুর রহমান মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, হেলাল, অভি, সাইফুল ইসলাম রুবেল।
মো. সামশেদ নেওয়াজ রনী (ঘুড়ি প্রতীক) : চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন মো. সামশেদ নেওয়াজ রনী। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতিদিনের মতো গতকালও দুপুর ২টার পর থেকে ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে সামশেদ নেওয়াজ রনী তার কর্মী-সমর্থকদের নিয়ে ঘুড়ি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন মো. আলমগীর, সন্দ্বীপন দত্ত মান্না, কুতুবউদ্দিন, তসলিম উদ্দিন, মানিক, ইকবাল, রাব্বি, বাপ্পা, শানু।
মো. নাজিম উদ্দীন (কাচি প্রতীক) : কাউন্সিলর প্রার্থী মো. নাজিম উদ্দিন গতকাল দুপুরের পর থেকে তার কর্মী-সমর্থকদের নিয়ে কাচি প্রতীকের পক্ষে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন মহানগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হক, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম, প্রবীর দাশ, সাইফুল ইসলাম, রাশেদুজ্জামান চৌধুরী শিমুল, আলমগীর সবুজ, মোজাম্মেল হক সোহাগ, মোরশেদ কুতুবী, ফরমান আলী, রেজাউল হক সেন্টু, সুফিউর রহমান টিপু, নাইিদ রহমান মুন্না, আ স ম সালাউদ্দিন মনসুর, আবেদ হোসেন।
মো. সেলিম রহমান (ঠেলাগাড়ী প্রতীক) : আসন্ন ১৬ নং চকবাজার ওয়ার্ডের উপ-নিবার্চনে কাউন্সিল প্রার্থী মোহাম্মদ সেলিম রহমানের ঠেলাগাড়ীর সমর্থনে চলচ্চিত্র অভিনেতা আসরাফুল হক ডন নগরীর চকবাজার বালি আর্কেটে প্রচারণা চালিয়েছেন। চলচ্চিত্র অভিনেতা আসরাফুল হক ডন বালি আকের্টে বিভিন্ন ফ্লোরে ঠেলাগাড়ীর পক্ষে ভোট কামনা করেন।
এসময় ওমরগণি এমইএস কলেজ ৯৫-৯৭ ব্যাচ ছাত্রলীগ নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত ছিলেন। গত শুক্রবার নেতৃবৃন্দ ডনকে সাথে নিয়ে নগরীর চকবাজারস্থ টুপিগল্লি থেকে শুরু করে চন্দরপুরা দানু বাপরে বাড়ী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের বাড়ী, মাজার গলি, টাকশাহ মাজার গলি, গণি বেকরী গলির প্রতিটি বাড়ী ও ঘরে গিয়ে গণসংযোগ করেন এবং প্রচারপত্র বিলি করেন। এতে ওমরগণি এমইএস কলেজ ৯৫-৯৭ ব্যাচের মধ্যে মহানগর যুবলীগের সদস্য দিদাউর রহমান তুষার, আজিজ উদ্দীন চৌধুরী, চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগেরে সভাপতি আমিনুল ইসলাম, সিরাজদুল্লাহ বাহাদুর, মনিরুল ইসলাম মিলন, ওমর ফারুক, নজরুল ইসলাম, আবু তৈয়র, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, হাবিবুর রহমান তারেকসহ ংেনতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজিজুর রহমান (হেলমেট প্রতীক) : শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান (আজিজ বাবু)। গত ১ অক্টোবর জুমার নামাজ শেষে তিনি চকবাজার ও চন্দনপুরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চকবাজার পোস্ট অফিস গলি ও টাক শাহ মিয়া মসজিদে গণসংযোগকালে তিনি তার নির্বাচনী প্রতীক হেলমেট মার্কায় ভোট চান। চন্দনপুরা এলাকায় মতবিনিময়কালে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দেন তিনি।