প্রতিরোধই ডায়াবেটিস নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা

রোগী সম্মেলনে ডা. শাহরিয়ার মিলন

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৫১ পূর্বাহ্ণ

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২০ উপলক্ষে নগরীর একটি রেস্তোরাঁয় ডায়াবেটিস রোগীদের এক মিনি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ডায়াবেটিস পেসেন্ট এডুকেশন প্রোগ্রাম (ডিপিইপি) কমিটি। এ কমিটিতে রয়েছেন কিছু নিবেদিত চিকিৎসক ও সমাজ সচেতন কিছু ডায়াবেটিস রোগী। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ব্যতিক্রমধর্মী এ প্রোগ্রামে মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক, বিশিষ্ট ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমদ মিলন। তিনি বর্তমান করোনা দুর্যোগকালে রোগীদের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত হন। তিনি বলেন, ডায়াবেটিস পেসেন্ট দিন দিন বাড়ছে, শুধু একটি কারণের উপর ভিত্তি করে ডায়াবেটিস হয় না। বিভিন্ন কারণে এ রোগ হয়ে থাকে। যেমন, কায়িক শ্রম না করা, মানসিক চাপ, জীবনযাপনে অনিয়ন্ত্রণ, অতিরিক্ত ভুড়িভোজন, কোমলপানীয় গ্রহণ ইত্যাদি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. তৌহিদ আনোয়ার মাসুম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক্তার, রোগী, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, সমাজ সেবকগণ। শেষে অনুষ্ঠানের মূখ্য আলোচক ডা. শাহরিয়ার আহমদ মিলনকে সম্মামনা স্মারক উপহার দেন ডিপিইপির পক্ষ হতে বিশিষ্ট সংগীত শিল্পী আবদুল মান্নান রানা ও কক্সবাজার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক। অনুষ্ঠানে ডায়াবেটিস নিয়ে স্বরচিত সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষক মোহাম্মদ তারেক। মাস্ক পরিহিত সকলের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি হয়। প্রেস বিঞ্জপ্তি

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধসচেতন করার এত চেষ্টা, তবুও তাদের মাস্ক নেই