সিঙ্গাপুরে কয়েকদিন পর শুরু হতে যাওয়া নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক আয়োজনে ওয়াশিংটন প্রস্তাব দিলেও বেইজিং তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের মধ্যে সম্পর্ক যে এখন একেবারেই তলানিতে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে সেই ইঙ্গিতই মিলেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মে–র প্রথমদিকে আমরা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সিঙ্গাপুরে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফুর একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিলাম, চীন জানিয়েছে তারা তাতে রাজি নয়, ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে বলেছে পেন্টাগন। খবর বিডিনিউজের।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর আরও বলেছে, প্রতিদ্বন্দ্বিতা যেন সংঘাতের দিকে ধাবিত না করে, তা নিশ্চিতে খোলামেলা যোগাযোগে বিশ্বাস করে তারা। শ্যাংফু চলতি বছরের মার্চে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত সপ্তাহে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি জানান, শ্যাংফুর সঙ্গে অস্টিনের বৈঠক আয়োজন করা যায় কিনা, তা নিয়ে আলোচনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মুখোমুখি অবস্থান এবং ওয়াশিংটন–বেইজিং বাণিজ্য বিরোধের মধ্যে এমন কোনো বৈঠক হলে, সেদিকে বিশ্বের সবারই দৃষ্টি থাকতো।










