প্রতিযোগী বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান-জ্ঞানের বিকল্প নেই

ইউএসটিসির অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে সামার স্কুল কোলোকোয়াম সেমিনার কক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসাইন। গেস্ট অব অনার ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সোহেল রহমান।

প্রধান অতিথি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ওপর নির্ভর করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ মানব সম্পদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। তার মধ্যে ইউএসটিসি অন্যতম।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম বলেন, ৪র্থ শিল্প বিপ্লবে সায়েন্সের বিভিন্ন বিষয়ে যেমন আইওটি, এলগোরিদম, আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি, রোবোটিঙ ফর স্পেস টেকনোলজি বিষয়ের উপর জোর দিতে গুরুত্বারোপ করেন।

উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগী বিশ্বে টিকে থাকার জন্য বিজ্ঞান বিষয়ক জ্ঞানের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্বে টিকে থাকার বিষয়ে নিজেদেরকে গড়ে তোলার তাগিদ দেন।

শেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের প্রদর্শিত পোস্টার এবং প্রজেক্ট এঙিভিশন দেখেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ৭ দিনে জব্দ ২৪ হাজার মিটার জাল
পরবর্তী নিবন্ধএস জে নিজাম উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান