‘প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা মেধা বিকাশের সুযোগ লাভ করে’

বিদ্যানিকেতন সাহিত্য পরিষদের পুরস্কার বিতরণ

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

কদম মোবারক এম ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে বিদ্যানিকেতন ইনস্টিটিউট ও বিদ্যানিকেতন সাহিত্য পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রতিভার খোঁজে সাধারণ জ্ঞান পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
১ম পর্বে সাধারণ জ্ঞান পরীক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশগুপ্তের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সজল দাশ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র। প্রধান আলোচক ছিলেন বিজয়’৭১ বাংলাদেশের সভাপতি ডা. আইয়াছ সিকদার। ২য় পর্বে উদ্বোধক ছিলেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক মো. জসীম উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক সংগঠক স.ম. জিয়াউর রহমান, সংগঠক হাসান মুরাদ, মাছুমা কামাল আঁখি, সাথী কামাল, দুলাল বড়ুয়া, কাকলী দাশগুপ্তা, রঞ্জনা পাল, মিতালী সেন, শতাব্দী বড়ুয়া ও রতন ঘোষ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশীষ কুমার নাথ। দুই পর্বে ২২০ জন কৃতকার্য শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জসীম উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যানিকেতন ইনস্টিটিউট প্রতিষ্ঠাকাল থেকে শিশু কিশোরদের মেধা বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের মেধা বিকাশের সুযোগ লাভ করা যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকমোডর (অব.) এম আতাউর রহমানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকোয়ান্টামের শিক্ষার্থী ওয়ার্কশপ ও নবীনবরণ