প্রতিযোগিতার বিশ্বে যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ বিষয়

বিজিসি ট্রাস্ট ভার্সিটির সেমিনারে উপাচার্য

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইকিউএসির উদ্যোগে ‘Workshop On Effective Communication Skills’ শীর্ষক এক সেমিনার আইকিউএসির পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রানা করনের সভাপতিত্বে গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব। ফ্যাসিলিটেটর ছিলেন মোহাম্মদ আরশাদ হাসান চৌধুরী। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড.এস.এম শোয়েভ, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে প্রতিযোগিতাময় এই বিশ্বে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা অর্জন পেশাগত ও ব্যক্তিগত জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সেক্টরে যার যোগাযোগ যতবেশী থাকবে সে পেশাগত জীবনে অন্যদের চেয়েও ততবেশী এগিয়ে থাকবে। যে কোন চাকুরী বা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই আপনার যোগাযোগ থাকতে হবে। কিন্তু এই বিষয়টিকে কাজে লাগানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে দক্ষ হিসেবে তৈরী করতে হবে। মোহাম্মদ আরশাদ হাসান চৌধুরী বলেন, একজন দক্ষ মানবসম্পদ তৈরী করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জানার জন্য আগ্রহী হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতাশীল এই বিশ্বে দক্ষ মানবসম্পদ তৈরী করার জন্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি যে ট্রেনিং ওয়ার্কশপের মাধ্যমে ছাত্রদের তৈরী করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেতে গুরুত্ব ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে বসন্ত বরণ
পরবর্তী নিবন্ধরেজিস্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সভা