প্রতিযোগিতার বিশ্বে এগিয়ে থাকবে ইংরেজি গ্র্যাজুয়েটরা

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিদায় অনুষ্ঠান বিভাগের চেয়ারম্যান আজিম উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) . এস এম শোয়েভ।

শিক্ষার্থী সুমাইয়া শহীদ ও মো. তানভীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার,এলামনাই এসোশিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, বিভাগের শিক্ষক জেবুন নাহার, জিনুফার ইয়াসমিন, মো. ইমরান উদ্দিন চৌধুরী, রাহুল সরকার, আকাশ বড়ুয়া প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নওশীন আনজিলা রনি ও প্রমিত বড়ুয়া।

প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতাময় বৈশ্বিক প্রেক্ষাপটে ইংরেজি ভাষাজ্ঞান এখন আর কোনো অতিরিক্ত দক্ষতা নয়, বরং এটি যেকোনো পেশায় টিকে থাকার মৌলিক যোগ্যতা। করপোরেট সেক্টর, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, মিডিয়া, গবেষণা, আইটি, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ইংরেজি। তাই একজন ইংরেজি গ্র্যাজুয়েট শুধু ভাষায় পারদর্শী নন, তিনি বিশ্ববাজারে প্রতিযোগিতা করার উপযোগী এক বহুমাত্রিক দক্ষতার অধিকারী। তাদের জন্য সুযোগের ক্ষেত্র বিস্তৃত এবং আগামী দিনে তা আরও বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর থেকেই ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। শিশুদের ভাষাগত ভিত্তি যতো দৃঢ় হবে, ভবিষ্যতে তাদের একাডেমিক ও পেশাগত উন্নয়ন তত দ্রুতগতিতে এগোবে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি সিসিইর ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
পরবর্তী নিবন্ধমমতাজ বেগমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ