কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও এবিটস’র প্রধান পৃষ্ঠপোষক খলিলুর রহমান বলেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আগামী প্রজন্মের মধ্যে মেধার বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার বিশ্বে টিকতে হলে নিজেকে আগে প্রতিযোগিতামূলক কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ দরকার। তিনি আরো বলেন, বিগত কয়েক বছর ধরে এবিটস’র আয়োজনে বৃহত্তর পরিসরে এ শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়ে আসছে। আমি চাই এ ধারা আগামীতেও অব্যাহত থাকুক। তিনি গতকাল শুক্রবার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ কেন্দ্রে সামাজিক সংগঠন এবিটস’র ব্যবস্থাপনায় আয়োজিত ‘এবিটস শিক্ষাবৃত্তি’র পরীক্ষার হল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
বিকেলে ৪টা থেকে শুরু হওয়া দেড় ঘন্টার এ পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ত্রিশজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামী ৫ জুলাই পরীক্ষার রেজাল্টসহ পুরস্কার বিতরণ ও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
এসময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক, খলিল মীর কলেজের অধ্যক্ষ মিসবাহ উর রহমান, প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু, জসীম উদ্দিন বাাবু, আবু তাহের ইমু, ইদ্রিচ চৌধুরী অপু, সাইফুল ইসলাম, জসীম উদ্দিন বাবু, নারগিস আক্তার তানিয়া, এবিটস’র সভাপতি হাশেম বাদুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়, আজিজুল হক, মফিজুল ইসলাম নিলয়, রায়হান চৌধুরী, জাহাঙ্গীর আলম, শহিদুল আলম, আলী শিফন, ইমাম উদ্দিন জিসান, এইচ এম বেলাল উদ্দীন চৌধুরী, নাঈম উদ্দিন বাবু, মিনহাজুল ইসলাম, ইফতেখার ইসলাম সায়েম।