রাউজান পৌরসভা সুলতানপুর নিবাসী প্রতিমা আচার্য (৭২) গতকাল মঙ্গলবার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি তিন পুত্র দুই কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর মৃত্যুতে আচার্য সমিতি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক সুবল আচার্য, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ননী গোপাল আচার্য, গোকুল আচার্য, পরেশ আচার্য, রতন আচার্য, প্রবীর আচার্য, ড. শ্রীরাম আচার্য, বিজয় শর্মা, সুনীতি বিকাশ আচার্য, জহরলাল আচার্য গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।