প্রতিভাসের নতুন প্রযোজনা ‘পাপ’ আজ ও আগামীকাল টিআইসিতে মঞ্চস্থ হবে। কথাসাহিত্যিক সমরেশ বসুর গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন সুমন টিংকু এবং নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। আজ সন্ধ্যা ৭টা এবং কাল ১১ নভেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। নাটকটি উপভোগ করার জন্য প্রতিভাস নাট্যদল নাট্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে। নাটকের টিকেট সংগ্রহ করা যাবে প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে। প্রেস বিজ্ঞপ্তি।











