চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম বলেছেন, প্রতিভাবান তরুনদের খুঁজছে বাংলাদেশ, যারা হবেন সোনার বাংলা গড়ার কারিগর। নেতৃত্ব দেবেন মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত আলোকিত সমাজ গড়ার কাজে। গতকাল শুক্রবার রাউজান কদলপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিন করোনা মহামারীতে বিশেষ অবদান রাখার জন্য তরুন রাজনীতিক ফারাজ করিম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত অতিথি ফারাজ করিম চৌধুরী বলেন, আমি রাউজানের মানুষের বুকে চেপে রাখা কথা শুনতে চাই। কোথায় অপরাধ হচ্ছে, কারা অপকর্মে জড়িত-তাদের ব্যাপারে জানতে চাই। চেষ্টা করবো প্রশাসনের সহযোগিতায় সমাজ থেকে অপরাধ নির্মূল করতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন জয়নাল। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এ এম হোসাইন, কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, রোকন উদ্দিন, লায়ন সাহাবুদ্দিন আরিফ, লায়ন সরোয়ার্দি সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া মেম্বার, মফজল হোসেন, সুমন দে, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব চৌধুরী হাসান, আবু জাফর মো. রাশেদ, তপন দে, কমল চক্রবর্তী, জয়নাল আবেদীন, নাছির উদ্দিন, আলী আকবর, মুরাদুল হক চৌধুরী, আব্দুল করিম, আবু তৈয়ব, বিশ্বজিৎ ভট্টাচার্য, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।