প্রতিটা মানুষকে সৃষ্টিকর্তা বিশেষ প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। আর এই প্রতিভা সবার মাঝে এক ও অভিন্ন। আর আমরা আমাদের প্রত্যেকের প্রতিভা প্রয়োগে একে অন্যের সহযোগী। তবে অনেক মানুষ প্রতিভার সঠিক পরিচর্যা হয় না। আবার অনেকে বিকশিত করার পরও তার প্রতিভাকে যথাস্থানে প্রয়োগ করতে পারে না। এ জন্য প্রয়োজন প্রতিভার সুষ্ঠু বিকাশ এবং সঠিক প্রয়োগ। আর নিজের প্রতিভাকে সুন্দর ও যথাস্থানে প্রয়োগ করলেই গড়ে উঠবে সুন্দর এক সমাজ। তবে এর জন্য প্রয়োজন আমাদের প্রতিভা যেসব জিনিস নষ্ট করে দেয় তার থেকে নিজেকে পরিপূর্ণভাবে দূরে রাখা।
আমাদের অনেকের এই উদীয়মান প্রতিভা নষ্ট হয়ে যায় পারিপার্শ্বিক সঙ্গদোষ কারণে। কারণ নিজের অবচেতনে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাই আমরা। আমাদের উচিত আমাদের কাজে–কর্মে সর্বদা সত্যনিষ্ঠ লোকদের সাহচর্য গ্রহণ করা। সৎসঙ্গের কারণে একজন মানুষ সৌভাগোর আকাশে বিচরণ করতে পারে। আবার এই অসৎ সঙ্গের অপরাধে তুখোড় প্রতিভার অধিকারী ব্যক্তিটিও হারিয়ে যায় মাঝপথে। আমাদের অনেকের যে প্রতিভা আছে তা বিকাশের অন্তরায় হচ্ছে বিকাশের আগে প্রকাশিত হওয়ার অহেতুক চেষ্টা। এই প্রবণতা বর্তমানে অনেকের মধ্যে দেখা যায় যে নিজেকে পরিপূর্ণ বিকশিত করার পূর্বেই প্রকাশ করার জন্য উঠেপড়ে লেগে যায়। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তোলা জরুরি। সে জন্য যতটুকু সম্ভব নিজেকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য, সঠিক সময়, সঠিক নিয়মে নিজের প্রতিভাকে পরিস্ফুটিত করে তুলতে হবে।