প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে শহরের রুমালিয়ার ছড়ায় এ ঘটনা ঘটে। জাকির রুমালিয়াছড়ার মৃত আসাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, পাশের বাড়িতে রাইস কুকার থেকে সৃষ্ট আগুন নেভাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকির। এ সময় জাকির মাটিতে লুটিয়ে পড়ে। পরে ওই বাড়ির মহিলার চিৎকার শোনে স্থানীয় কয়েকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

বাড়িটির মালিক ফারহানা জানান, কিছুদিন আগে জাকির তার বাড়ি নির্মাণের কাজ করেছে। সোমবার হঠাৎ আগুন দেখা দিলে চিৎকার শোনে পাশের বাড়ি থেকে জাকির ছুঁটে আসে। এসেই তিনি পানি দিয়ে রাইস কুকারের আগুন নেভানোর চেষ্টা করে ওখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে মাটিতে পড়ে গেলে চিৎকার চেঁচামেচি শোনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবেলুন ধরতে গিয়ে বৈদ্যুতিক তারে ঝলসে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদুই প্রতিষ্ঠানকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা