প্রতিবেশীকে খুনের দায়ে দম্পতির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

 

মীরসরাইয়ে প্রতিবেশী আবুল কালামকে খুনের দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, জোরাগঞ্জ এলাকার নুর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগম। গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি সেকান্দার আলী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত দুই আসামিকে এ সাজা দিয়েছেন। জামিনে গিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১২

ফেব্রুয়ারি আবুল কালামকে পূর্ব শত্রুতার জেরে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে চার্জগঠন করে দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় বিচারক।

পূর্ববর্তী নিবন্ধমুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধসোনালি প্রজন্মের অবসান বিদায় বেলজিয়ামের