প্রতিবেদন দিতে পাঁচ সপ্তাহ সময় পেল পুলিশ

সালমান শাহ হত্যা মামলা

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পাঁচ সপ্তাহ সময় পেয়েছে পুলিশ। মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল রোববার। তবে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালতের কাছে সময় আবেদন করেন তদন্ত কর্মকর্তা। খবর বিডিনিউজের।

প্রসিকিউশনের এসআই জিন্নাত আলী জানিয়েছেন, এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৩ জানুয়ারি দিন ঠিক করে দেন।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেনসামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু, রিজভী আহমেদ ওরফে ফরহাদ। মামলায় অভিযোগ করা হয়েছে, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে ‘হত্যা’ করেছে।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোটের আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধকাজি হতে পারবেন কওমি সনদধারীরা : আইন উপদেষ্টা