প্রতিবেদন জমার তারিখ পেছাল ১১১ বার

সাগর-রুনি হত্যা

| মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো এক মাস সময় পেল তদন্ত সংস্থা র‌্যাব। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ রেখেছেন। আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল এদিন। কিন্তু র‌্যাব প্রতিবেদন না দেওয়ায় বিচারক সময় পিছিয়ে দেন। মামলাটিতে এ নিয়ে ১১১ বারের মত তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। র‌্যাবের কাছে আলোচিত এই তদন্তভার আসার পর তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে ৬ বার। বর্তমানে মামলাটির তদন্ত করছেন অষ্টম তদন্ত কর্মকর্তা র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূইয়া। খবর বিডিনিউজের।

তিনি বলেন, “মামলার নির্ধারিত তারিখ ছিল কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়া না পর্যন্ত আদালতের নিয়ম অনুযায়ী এক মাস সময় দিয়ে নতুন তারিখ দিতে থাকবেন বিচারক।” কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দিতে পারবেন প্রশ্ন করা হলে কোনো সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে এই তদন্ত কর্মকর্তা বলেছেন তদন্ত ‘চলমান আছে’।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় অর্থনীতিতে কক্সবাজারের চিংড়ি-শিল্প
পরবর্তী নিবন্ধবিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সার্টিফিকেট অনলাইনে সত্যায়ন করবে ইউজিসি