প্রতিবন্ধী শিশু পেল হুইল চেয়ার

মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগ

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সকালে আফরিন আক্তার নামে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। চকবাজার লালচাঁন রোডের প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী শিশুটির মা জোসনা আক্তারের কাছে হুইল চেয়ারটি হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা সাধারণ মানুষের মতই জীবিকা নির্বাহ করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহিনুল আলম, কাজলপ্রিয় বড়ুয়া, শহীদুল ইসলাম, মো. মুমিন, শাহ আলম, আবুল কাসেম, মো. কায়েস, মো. ইয়াকুব, মো. আলমগীর, মিঠু চৌধুরী, মো. আসাদ, মো. রুবেল, মো. জাহাঙ্গীর, মো. জোসেফ, মো. আবদুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম তাসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ নতুন টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা ছাত্রদলের দোয়া মাহফিল