আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল নগরির রৌফাবাদ এলাকায় মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসে বসবাসরত ছেলে-মেয়েদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায়দের কল্যাণে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিবছরের মত এবারও এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দুস্থ অসহাদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এই ধরনের সমাজ সেবা করা সকলের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সরকারি মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবুল কাসেম প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।












