প্রতিবন্ধী শিশুদের ঈদের জামা উপহার দিলেন মনজুর আলম

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় রৌফাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসে বসবাসরত প্রত্যেকটি প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন জামা ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে মনজুর আলম বলেন, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায়দের কল্যাণে দীর্ঘদিন ধরে আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিবছরের মত এবারও আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দুস্থ অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে আসছি। এই ধরনের সমাজ সেবা সকলের নৈতিক দায়িত্ব। উল্লেখ্য, প্রতিবন্ধী ও অসহায়দের সুবিধার্থে মনজুর আলম নিজ অর্থায়নে অত্র প্রতিষ্ঠানে একটি আধুনিক রান্না ঘর নির্মাণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সরকারি মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপ পরিচালক মো. আবুল কাসেম, শিক্ষক নবির খান, হাউস প্যারেন্টস এনামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদোন্নতি পেয়ে আশেক রহমান এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক
পরবর্তী নিবন্ধপ্রদীপ-চুমকির বিরুদ্ধে আরো চারজনের সাক্ষ্য