নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে পাঁচ বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে অক্সিজেন স্টারশিপ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহেল (২৩), মো. শফিকুল ইসলাম (২২), মো. জসিম উদ্দিন (৩৩), সাদেক (১৮) ও ইসহাক (১৮)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজাদীকে বলেন, এ ঘটনায় ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি গার্মেন্টস কর্মী মায়ের সঙ্গে বালুছড়া এলাকায় থাকেন। রাত সাড়ে ১১টার দিকে অক্সিজেন স্টারশিপ ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় তাকে একা পেয়ে গ্রেপ্তারকৃতরা তাকে শ্লীলতাহানি করে।
ঘটনাটি এক পথচারীর নজরে এলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। এরপর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এরপর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে।