বেসরকারি এনজিও সংস্থা এওয়াকের চাইল্ড এম্পাউরমেন্ট প্রোগ্রামের আওতায় এবং লিলিয়ানী ফাউন্ডেশন এবং সিডিডির আর্থিক সহায়তায় রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি হিসেবে আর্থিক অনুদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে এওয়াকের ইছামতী ট্রেনিং সেন্টারে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জিত কুমার দাশ, সমীর বড়ুয়া শিমুল, সাংবাদিক জগলুল হুদা, থেরাপিস্ট রেজাউল করিম, সিবিআর মাহবুবুল আলম, এপিটি লাভলী বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি হিসেবে তিন হাজার টাকা করে আর্থিক অনুদান এবং ৩০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা–কলম, পেন্সিল, রাবার, কাটার, জ্যামিতি বঙসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এরআগে গত রোববার ৩০ জন প্রতিবন্ধী কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে প্রত্যেককে সেনেটারী প্যাড, চিরুনি, ডেটল, হট ওয়াটার ব্যাগ, বালতি, গামছা, সাবান, ডিটারজেন্ট ও টুথপেস্ট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা বেগম।