নগরীর কোডাক ট্রেনিং সেন্টারে গতকাল শুক্রবার থেকে উৎসের আয়োজনে এবং ড্যান চার্চ এইড (ডিসিএ) এর সহযোগিতায় ‘প্রমোটিং এডুকেশনাল রাইটস্ অব পারসন্স উইথ ডিজএবিলিটিস’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ দিনব্যাপি জাতীয় আইন, নীতিমালা ও জাতিসংঘ প্রণীত নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে প্রকল্পের প্রতিবন্ধী শিক্ষার্থী ফোরামের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকল্পের চলমান কর্মসূচি হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে একজন দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় আইন ও নীতিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উৎসের মনিটরিং অফিসার আবুল হাসেম খান।
প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিভাস কুমার, প্রশিক্ষক ও ইন্টারন্যাশনাল ইন্সস্টিটিউট অব প্রজেক্ট ম্যানেজমেন্ট এর লিড কনসাল্ট্যান্ট, ফাউন্ডার ও সিইও নূরুল মোস্তফা কামাল জাফারি, প্রমোটিং এডুকেশনাল রাইটস্ অব পারসন্স উইথ ডিজএবিলিটিস প্রকল্পের একাউন্টস্ অফিসার তাসলিমা আক্তার, কমিউনিটি মবিলাইজার মোহাম্মদ আলী ও মোহাম্মদ নাসির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।