প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সুবিধা আমাদেরকেই নিশ্চিত করতে হবে

প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণে মেয়র

| মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

সাপোর্টিং মিনিংফুল ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টাস ফর পারসন উইথ ডিজেবিলিটিস (স্মাইল) এর উদ্যোগে নর্থ আমেরিকান হিউমেনিটিরিয়াল এইড এন্ড রিলিফের (নাহার) অর্থায়নে ১৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর শিশু একাডেমী মিলনায়তনে আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সিডিসির নির্বাহী পরিচালক ও স্মাইল প্রজেক্ট ম্যানেজার লুৎফুন্নেসা রূপসার সঞ্চালনায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজ সেবা সহকারী পরিচালক জসীম উদ্দিন, নাবা নাসিমা বান, সভাপতি সিডিসি, স্বপ্নীন ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, জনি রোজারিও, জোবায়ের ফারুক লিটন, নির্বাহী পরিচালক, উপকুল, মুহাম্মদ মাজিদুল হক, বাবল চৌধুরী, হোপ ফাউন্ডেশন, মোসলেহ উদ্দিনবাহার, আাহসান রায়হান, রুবেল, যুগান্তর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের একটি অংশ। তাদের সুযোগ সুবিধা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। তারা যাতে সঠিক সময়ে তাদের প্রাপ্তিটুকু পায় সে বিষয় নিশ্চিত করতে হবে। তিনি সায়মা নামে এক প্রতিবন্ধী ব্যক্তির স্বামীর কিডনি জনিত অসুস্থতায় চিকিৎসা সেবার জন্য ২৫০০০ টাকা সহযোগিতা করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, কৃত্রিম পা, স্ট্যান্ডিং ফ্রেম, এলবো ককাপ, ওয়াকার, হেয়ারিং এইড, নগদ সাহায্য, স্পেশাল চেয়ার, টয়লেট হুইল চেয়ারসহ সর্বমোট ৩৫ জনকে এ উপকরণ দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমাদের বিজয় আমাদের অর্জন
পরবর্তী নিবন্ধসমাবেশ, ভিড় এড়িয়ে চলার পরামর্শ মার্কিন দূতাবাসের